• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিতু হত্যায় গ্রেপ্তার ভোলা হিরোইন মামলা থেকে খালাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় গ্রেপ্তার এহতেশামুল হক ভোলাকে হোরোইন মামলা থেকে খালাস দিলেন আদালত। একই মামলায় আটক অপর আসামি অলিউদ্দিকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোছাম্মৎ বিলকিস আক্তার এ রায় দেন।

দণ্ডিত আসামি অলিউদ্দিন পলাতক আছে। খালাস পাওয়া ভোলা আলোচিত সাবেক পুলিশ সুপারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় অস্ত্র আইনের মামলায় কারাগারে আছেন। এছাড়া ভোলা আরো ১৪টি মামলার আসামি।

আদালত জানায়, ২০০৯ সালের ১৫ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ থেকে ১০ গ্রাম হেরোইনসহ অলিউদ্দিনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ জিজ্ঞাসাবাদে অলি জানায়, জব্দ হেরোইন তাকে সরবরাহ করেছে এহতেশামুল হক ভোলা। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় ওলি ও ভোলার নামে মামলা করে অধিদপ্তর। পরে অলিউদ্দিন আদালত থেকে জামিনে বের হয়ে যায়।

গেলো বছরের ৫ জুন নগরীর জিইসি মোড়ে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন মাহমুদা খানম মিতু। পরে এ ঘটনায় ২৭ জুন ভোলাকে গ্রেপ্তার করে পুলিশ।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh