• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিমানের টয়লেটে ৭ কেজি সোনা

অনলাইন ডেস্ক
  ২৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫৭

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ৬০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। তল্লাশির আগ মুহূর্তে চোরাচালানী এগুলো ফেলে যান বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরের দিকে এ সোনার বার উদ্ধার করা হয়।

কাতারের দোহা থেকে রিজেন্ট এয়ারওয়েজের বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে, তল্লাশি করা শুরু করে শুল্ক গোয়েন্দা। প্রায় ৭ কেজি ওজনের এই বারগুলোর আনুমানিক দাম তিন কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

ফ্লাইটটির কোথাও সোনা রয়েছে, এ তথ্য পেয়ে অবতরণের পরই অবস্থান নেন চৌকস গোয়েন্দা কর্মকর্তারা। টের পেয়ে স্কচটেপ মোড়ানো ৩টি প্যাকেট টয়লেটে ফেলে যান চোরাকারবারী।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh