• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

হাকিমপুরি জর্দা বাজার থেকে তুলে নিতে নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮
হাকিমপুরি জর্দা বাজার থেকে তুলে নিতে নির্দেশ
ফাইল ছবি

হাকিমপুরি জর্দায় মানবদেহের জন্য ক্ষতিকর উপাদান থাকায় তা বাজার থেকে তুলে নিতে বলেছে পেয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সরকারি এই সংস্থা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাও করেছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দুই ধাপে পরীক্ষা করে সিসা, ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম পাওয়ায় জর্দা এই তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

এই জর্দা বাজার থেকে তুলে নিতে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দা সারওয়ার জাহান সাংবাদিকদের বলেন, মোট ৩২ ধরনের জর্দা পরীক্ষা করে বেশির ভাগেই ভারী ধাতু পাওয়া গেছে। এগুলো থাকলে এবং কেউ তা খেলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি পড়বে। এ কারণে আমরা তাদের বিরুদ্ধে জরিমানা ও মামলা করেছি।

এদিকে হাকিমপুরি জর্দার ট্রেডমার্ক ও লোগো ব্যবহার না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)। বাজারে এই জর্দা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলেও বিএসটিআই জানিয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh