• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে রকেট লঞ্চারসহ বিস্ফোরক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

  ২৩ নভেম্বর ২০১৯, ২০:৫৭
হবিগঞ্জ রকেট লঞ্চার বিস্ফোরক
টানা দুই দিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়, ছবি: আরটিভি অনলাইন

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে ফের অভিযান চালিয়েছে র‌্যাব। টানা দুই দিনের অভিযানে ১৩টি রকেট লঞ্চারসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান জানান, শনিবার দুপুরে অভিযান শেষ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে র‌্যাব-৭ এর একটি দল সাতছড়িতে অবস্থান নেয়। তারা সকাল থেকেই জাতীয় উদ্যানের ভেতর গহীন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী এ অভিযান চলে। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হয়।

র‌্যাব জানায়, দুইদিনব্যাপী অভিযানে গহীন বনের ভেতর থেকে ১৩টি (আরপিজি সেল) রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান সমাপ্ত করা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি ৮৭০ কেজি চালসহ দোকানি গ্রেপ্তার
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে আহত শতাধিক
শাকিবের সঙ্গে বিয়ে ও সংসার নিয়ে বুবলীর বিস্ফোরক মন্তব্য
X
Fresh