• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাংবাদিকতায় অন্যায় বাধা এলে তাৎক্ষণিক ব্যবস্থা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮

সেভেন মার্ডারের বিষয়টি সাংবাদিকরা সঠিকভাবে তাৎক্ষণিক তুলে ধরায় অন্যদিকে প্রবাহিত হতে পারেনি। সাংবাদিকরা প্রতিকূল অবস্থায় কাজ করেন। এতে যদি কখনো কোনো বাধা আসে বা প্রশাসনের কেউ অন্যায়ভাবে কিছু করেন; তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-ক্র্যাব’র নবনির্বাচিত কমিটির নেতারা সচিবালয়ে তার সঙ্গে দেখা করেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, অপরাধ বিষয়ক প্রতিবেদকদের সব ধরনের সহযোগিতা করা হবে। পেশাগত দায়িত্বপালনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ক্রাইম রিপোর্টাররা যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হবে।

দুঃসাহসিক কাজের জন্য ক্রাইম রিপোর্টারদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের রিপোর্টগুলো আমাদের চোখ খুলে দেয়। আপনারা এ দুঃসাহসিক চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছেন। পাঠকের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিচ্ছেন। এতে পাঠক উপকৃত হয়, সত্য ঘটনাটি জানতে পারে। এ দুঃসাহসিক কাজের জন্য আপনাদের ধন্যবাদ।

আরওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh