• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইগলু আইসক্রিম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে সতর্কতা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ নভেম্বর ২০১৯, ১৯:২০
ইগলু আইসক্রিম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য  প্রচারে সতর্কতা
ইগলু আইসক্রিম নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারে সতর্কতা

বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইগলু আইসক্রিম নিয়ে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে কোম্পানিটি। এর অংশ হিসেবে রাজধানীর কলাবাগান থানায় ডায়েরি করে সতর্কতা অবলম্বনসহ এসবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে বলে গণমাধ্যমকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশের সেরা এবং Most Loved Ice Cream BrandIGLOO ICE CREAM-কে নিয়ে বিগত কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে কতিপয় অসাধু চক্র যেমন- 4S News, Time News, Chadpur Dude, Salman Sajib, Tareq Hossain Hridoy, Crush & Confessions of Dhaka ইত্যাদি ব্যক্তিগত আইডি, ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেল থেকে মিথ্যা, বানোয়াট, অসাধু ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জনমনে সন্দেহ ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র সস্তা সাবস্ক্রিপশন ও ভিউ বৃদ্ধির উদ্দেশ্যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ইগলু আইসক্রিমের ভাবমূর্তী নষ্ট করছে এবং পাশাপাশি সার্বিকভাবে দেশীয় শিল্পকে বিপদগ্রস্থ ও ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। সর্বোপরি বাংলাদেশের ভোক্তারা সঠিক পণ্য বাছাই-এর বিষয়ে বিভ্রান্ত হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘যেহেতু বিষয়টি একটি সাইবার ক্রাইম- তাই গত ১০/০৮/২০১৯ তারিখে কলাবাগান থানায় ইগলু'র পক্ষ থেকে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-৪০৬) এবং বর্তমানে বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- এর সাইবার সিকিউরিটি ও ক্রাইম ডিভিশন, সিটিটিসি’র তদন্তাধীন রয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতিপয় অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন এবং পরবর্তী অন্যান্যদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চালু রেখেছেন।’

কোম্পানিটি বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করেন, ‘মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার যেমন অপরাধ তেমনি তা যাচাই বাছাই না করে শেয়ার করার মাধ্যমে তা প্রচার করলে, শেয়ারকৃত ব্যক্তি আইনের আওতাভুক্ত বা নজরদারিতে পরার ঝুঁকি রাখেন। পরবর্তীতে কোন প্রকার আইনি প্রক্রিয়ায় জড়িয়ে গেলে ইগলু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই এ বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

সি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh