• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

২২ হত্যায় জড়িত রাজিব গান্ধী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩

২২টি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন গুলশান হামলার মূল পরিকল্পনাকারী রাজিব গান্ধী।জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গুলশান, শোলাকিয়ায় জঙ্গি হামলার মাস্টারমাইন্ড রাজিব গান্ধি। সে নব্য জেএমবির উত্তরাঞ্চলের কমান্ডার। এর আগে সে জেএমবির সঙ্গেও জড়িত ছিলো। তখন জেএমবি নেতা আবদুল আউয়ালের চিঠি আশেপাশের জেলায় বাইসাইকেলে ছড়ে পৌঁছে দিত। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, মজারের খাদেম, টাঙ্গাইলের দরজি, মাঠ প্রধান যজ্ঞেস্বর হত্যাসহ ২২ মামলার আসামি এই রাজিব।

গেলো বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিসানে হামলার ঘটনায় গ্রেপ্তার প্রথম আসামি রাজিব গান্ধী। শুক্রবার রাতে তাকে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হলিআর্টিসানে হামলার পর থেকে তাকে খুঁজছিলো পুলিশ।

তিনি বলেন, গুলশান হামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজিবকে আদালতে পাঠানো হবে। তার ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে আরো অনেক তথ্য পাওয়া যাবে। এছাড়াও জঙ্গিদের আর কে কোথায় আছে, তাদের পরিকল্পনা কী? যেসব তথ্য আমরা জানিনা তাও জানা যাবে।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh