• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গুলশান হামলা পরিকল্পনাকারী রাজিব গান্ধী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জানুয়ারি ২০১৭, ১১:০৫

গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজিব গান্ধীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজন ইউনিট।

শুক্রবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গেলো বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিসানে নারকীয় হামলার ঘটনা মানুষকে হতবাক করে।

নব্য জেএমবির অন্যতম সদস্য রাজিব ২২ হত্যা মামলার আসামি। তার সাগঠনিক নাম রাজিব গান্ধী, ওরফে সুভাষ গান্ধী, ওরফে গান্ধী, ওরফে শান্ত ওরফে আদিল। গুলশান ও শোলাকিয়া হামলা জন্য উত্তরাঞ্চল থেকে ৩ জঙ্গিকে পাঠিয়েছিলন তিনি।

গুলশান হামলার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জেএমবির কমান্ডাররা গ্রেফতার ও নিহত হবার পর গান্ধীর ওপর দায়িত্ব আসে ঢাকায় হামলা চালানোর। হলি আর্টিসানে হামলার আগে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনেও তার কথা বলা হয়েছিল।

গেলো বছরের ২৭ জুন পুলিশের দেয়া প্রতিবেদনে বলা হয়, উত্তরাঞ্চলের জঙ্গি অবস্থানের জেলাগুলোতে পুলিশের অভিযানে জেএমবি সদস্যরা এলাকা ছাড়তে বাধ্য হন। তাদের একটি গ্রুপ ঢাকা, টাঙ্গাইল ও ময়মনসিংহে আশ্রয় নেয়। এই গ্রুপের দলনেতা রাজিব গান্ধী ওরফে শান্ত ওরফে সুভাষ ওরফে আদিল।

রাজিব গান্ধীকে গ্রেপ্তারে বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের অ্যালেঙ্গা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এইচটি/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh