• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গি দমনে বাংলাদেশ রোল মডেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০১৭, ২০:৫৮

জঙ্গি দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। এ ক্ষেত্রে অনেক সফলতা এসেছে। বললেন পুলিশ মহাপরিদর্শক কে এম শহীদুল হক।

শুক্রবার শরীয়তপুরের ভেদরগঞ্জে লার্কাতা ফাউন্ডেশনের ‘গ্রাম দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, পৃথিবীর এমন কোনো দেশ নেই, যেখানে সমঝোতা করে ৩ জঙ্গিকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, জঙ্গি তৎপরতার কারণে বিদেশিরা আমাদের দেশ থেকে চলে গিয়েছিল। তারা ফের আসতে শুরু করেছে। এদেশে জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে ওঠতে পারবে না। যারা উঠেছিল, তাদের মাথা আমরা ভেঙে দিয়েছি।

‘গ্রাম দিবস’ উপলক্ষে লার্কাতা ফাউন্ডেশন ১০ পরিবারকে বসতঘর এবং গাভি দেয়। এছাড়া গ্রামের ৬শ’মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

এইচটি/এইচএম/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh