• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নজরদারির অভাবেই বাড়ছে ভেজাল খাদ্য

অনলাইন ডেস্ক
  ১০ জানুয়ারি ২০১৭, ১৭:৩৪

বিএসটিআই’র নজরদারির অভাবেই দিনদিন বাড়ছে বাজারে নকল খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্য। বললো ক্যাব।

খাদ্যের মান নিশ্চিত করার প্রধান কাজ হচ্ছে বিএসটিআই’র। এতো বড় দায়িত্ব তাদের মাথার ওপর থাকলেও ঠিকভাবে এর তদারকি করতে পারছে না।

সোমবার বিএসটিআই ও ক্যাব মতবিনিময় সভায় একমত হয় যৌথভাবে এ নিয়ে কাজ করতে। সভায় সভাপতিত্ব করেন বিএসটিআই’র নবনিযুক্ত মহাপরিচালক সাইফুল হাসিব।

ক্যাব নেতারা বলেন, নকল খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারে সয়লাব হলেও এতে বিএসটিআই’র নজর নজরদারি নেই। এজন্য দিনদিন বাড়ছে এর প্রবণতা। অনেকে ঢাকার বাইরেও বিএসটিআই’র লোগো লাগিয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে।

নবনিযুক্ত মহাপরিচালক সাইফুল হাসিব বলেন, লোকবলের অভাবে ঠিকভাবে নজরদারি হচ্ছে না। তবে ভবিষ্যতে নজরদারি বাড়ানো হবে।

আরওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh