• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এখন শুধু চার্জশিট তৈরি করা হবে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ জানুয়ারি ২০১৭, ১৮:০৭

গুলশান হামলার ঘটনায় নিহত জঙ্গিদের ময়নাতদন্তের আর কোনো তথ্য দরকার নেই। দরকারি সব তথ্য পুলিশের হাতে আছে। এখন শুধু চার্জশিট তৈরি করা হবে। বললেন পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) এ কে এম শহীদুল হক।

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব টেরোরিজম ইন দ্যা ওয়েব অব ইসলামিক স্টেট শীর্ষক কনফারেন্স শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, জঙ্গিদের সব ধরনের তথ্য পুলিশের হাতে আছে তাই এই দু’ জঙ্গির মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। তিনি আরো বলেন, গুলশান হামলায় জড়িত বাকিদের গ্রেপ্তার করা হবে। জঙ্গিরা যদি ভেবে থাকে তারা পার পেয়ে যাবে তা কখনো সম্ভব না। গুলশান হামলার ঘটনায় যে কয়জন মাস্টারমাইন্ড ছিল তাদের মধ্যে অন্যতম ছিল মারজান।

দু’ দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডস’র রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান।

আরওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh