• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গুড়ের মধ্যে টিকটিকি-তেলাপোকা, জরিমানা ২ লাখ টাকা

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৫ মে ২০১৯, ২০:০৯
গুড়ের মধ্যে থেকে টিকটিকি, তেলাপোকা উদ্ধার করা হয়, ছবি: আরটিভি অনলাইন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগে কুষ্টিয়ার খোকসা উপজেলার ডাকবাংলা রোডে দিলীপ ট্রেডার্স নামে গুড়ের কারখানায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে ভোক্তা আইনের ৪২ ও ৪৩ ধারা মোতাবেক খোকসার রাজকুমারের গুড় তৈরির কারখানায় এ জরিমানা করা হয়।

কুষ্টিয়া জেলা সেনেটারি ইন্সপেক্টর মো. ইনসাফ হোসেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ এর উপ-পরিচালক সেলিমুজ্জামান। এসময় গুড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক রাজকুমার নিজ হাতে তার সংরক্ষিত গুড়ের মধ্যে থেকে টিকটিকি, তেলাপোকা উদ্ধার করেন।

সে নিজ অপরাধের কথা স্বীকার করায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরে উপস্থিত জনতার সামনে প্রায় ৩০ মণ পচা দুর্গন্ধযুক্ত গুড় ধ্বংস করা হয়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (তদন্ত) নেতৃত্বে একদল পুলিশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, অপরিষ্কার পরিবেশে গুড় তৈরি হচ্ছিল। এমন অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে গুড়ের মধ্যে টিকটিকি, তেলাপোকা, খাবার অযোগ্য ফিটকিরি, চিটাগুড়, পোকামাকড় ও মাছি পাওয়া গেছে। এ কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯–এর ৪২ ও ৪৩ ধারায় দুই লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বগুড়ায় অগ্নিকাণ্ডে পুড়ল ১২ ফলের দোকান
বগুড়ায় স্বেচ্ছাসেবকের দুই নেতাকে কুপিয়ে জখম
যে মেলায় মাছ কিনতে প্রতিযোগিতায় নামেন জামাইরা
বগুড়ায় ‘রিভো মোবাইল’ ব্র্যান্ডের উদ্বোধন 
X
Fresh