• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আশকোনায় নিহত কিশোর জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১৪:১২

রাজধানীর আশকোনায় পুলিশের অভিযানে নিহত কিশোর জঙ্গি আফিফ কাদেরীর ময়না তদন্ত সম্পন্ন। গুলির আঘাতেই তার মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

রোববার রাতে সুরতহাল প্রতিবেদনের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। শনিবার আশকোনার সূর্য ভিলায় অভিযানের একদিন পর রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার হাতে ছিল পিস্তল।

আফিফ কাদেরী আজিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরীর ছেলে। ওই অভিযানে গ্রেপ্তার হন তার স্ত্রী ও ছেলে। তারা জানান, পলাতক জঙ্গি মুসা বুঝিয়ে আফিফকে কথিত হিজরতে নিয়ে যায়। আফিফকে তারা আদর নামে ডাকতেন।

এদিকে গেলো শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বিকেল পর্যন্ত আশকোনার ‘সূর্যভিলা’য় চলে ‘অপারেশন রিপল ২৪’ নামে এ অভিযান। এতে নিহত হন দু’জঙ্গি। তাদের মধ্যে এক নারী জঙ্গি আত্মঘাতী হন। আত্মসমর্পণ করেন দু’শিশুসহ দু’নারী। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় এক শিশু। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এইচটি/ এস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh