• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানবপাচারকারী চক্রের ১৬ সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৬, ১১:২২

রাজধানী ও নারায়ণগঞ্জ থেকে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় পাচার হওয়া ৪ ব্যাক্তিকে উদ্ধার করা হয়েছে। জানালেন র‌্যাবের গণমাধ্যম শাখার প্রধান মুফতি মাহমুদ খান।

রোববার রাতে রাজধানীর খিলগাঁও, রমনা, নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মুফতি মাহমুদ বলেন, মানবপাচারকারী চক্র কম শিক্ষিত এবং যুবকদের টার্গেট করে বিদেশে পাচার করে। প্রথমে লিবিয়ার পাশের কোন দেশে ভিকটিমদের রাখে তারপর লিবিয়ায় অবৈধভাবে তাদের প্রবেশ করায়। আমরা এ ধরনের ৪ ভিকটিমকে উদ্ধার করেছি। তারা এখন লিবিয়ার বাংলাদেশ দূতাবাসে রয়েছে।

মানবপাচারকারী আটকের বিষয়ে সোমবার দুপুর ২টায় কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh