• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ঈদকে সামনে রেখে রাজধানীতে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টি (ভিডিও)

আপেল শাহরিয়ার

  ২১ মে ২০১৯, ১২:১০

আগামী ঈদকে টার্গেট করে বিশেষ পরিকল্পনা নিয়ে রাজধানীতে জেঁকে বসেছে অজ্ঞান পার্টি। এরা বাস-ট্রেন ও লঞ্চযাত্রীদের নানা কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা অর্থসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেয়ার অপতৎপরতায় মেতে উঠেছে। সম্প্রতি এমন বেশ কয়েকজন অপরাধীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)।

রাজধানীতে কি পরিমাণ সংঘবদ্ধ অজ্ঞান ও মলম পার্টি সক্রিয় আছে তার সঠিক হিসেব পুলিশের কাছেও নেই। তবে পুলিশের ধারণা, একশরও বেশি সদস্য রয়েছে এসব চক্রের। এসব চক্রের অপতৎপরতা রমজান মাসে বেড়ে যায়। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালগুলো মূল টার্গেট তাদের। মাকের্টগুলোতেও রয়েছে তাদের পদচারণা।

এসব অপকর্ম বন্ধে সম্প্রতি অজ্ঞান ও মলম পার্টির ৬২ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এক্ষেত্রে অপরিচিত লোকের দেয়া কোনো কিছু না খাওয়ার পরামর্শ দিয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি, উত্তর) মশিউর রহমান। পাশাপাশি তিনি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন।

পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে গ্রেপ্তার ২৭
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh