• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ডিসেম্বর ২০১৬, ২০:২৯

আশুলিয়ায় অভিযানের সময় আত্মঘাতী নারী জঙ্গির সঙ্গে থাকা আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফুল হক জানান, আহত শিশুটির বয়স আনুমানিক চার বছর হবে। তার তলপেট থেকে নাড়িভুঁড়ির কিছুটা অংশ বের হয়ে গেছে। এছাড়া সারা শরীরে স্প্রিন্টারের আঘাত রয়েছে। মাথা, হাত ও পায়েও আঘাত আছে।

আশরাফুল হক বলেন, বেলা দু’টার দিকে শিশুটির সারা শরীরে স্প্লিন্টারের আঘাতসহ হাসপাতালে আনা হয়। এখন শিশুটি প্রায় অচেতন। কোনো কথা বলার মতো অবস্থায় সে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার আগে শিশুটিকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh