• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আশকোনা অভিযানের নাম ‘অপারেশন রিপল ২৪’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭

জঙ্গি বিরোধী বিশেষ অভিযানের নাম সাধারণত সোয়াতের বিশেষজ্ঞরা দিয়ে থাকে। আশকোনার অভিযানের নাম দেয়া হয়েছে রিপল ২৪। বললেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

শনিবার বিকেল পৌনে ৫টায় আশকোনার জঙ্গি বিরোধীদের অভিযান শেষে এ কথা জানান তিনি।

আইপিজি বলেন, রিপল মানে হচ্ছে ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। এই অভিযানও অনেক বেশি প্রসারিত হয়েছে। সূর্যভিলার আস্তানায় ৩ শিশুসহ ৭ জন ছিলো। তাদের মধ্যে শিশুসহ ৪ জন আত্মসমর্পণ করে। অপর ১ শিশুকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জনের মৃতদেহ ভবনের ভেতর পড়ে আছে।

শহীদুল হক বলেন, নিহত ২ জনের মধ্যে আজিমপুরের অভিযানে নিহত তানভীর কাদের সিদ্দিকীর ছেলে নাবিল রয়েছে। আরেকজন জঙ্গি সুমনের স্ত্রী। তবে সুমন নামে কোন জঙ্গির তথ্য পুলিশের কাছে নেই। ধারণা করা হচ্ছে এটি কোনও জঙ্গির সাংগঠনিক নাম।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh