• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মালিবাগ কাঁচাবাজারে আগুনে পুড়ল ছাগল-মুরগি-মাছ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ এপ্রিল ২০১৯, ১০:২০

রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। পুড়েছে শতাধিক দোকান। আগুনে পুড়ে মরল দোকানে থাকা গরু, ছাগল, মুরগি ও মাছ।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর ৫টা ২৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করলে আগুন নিয়ন্ত্রণে আসে সকাল সাড়ে ছয়টার দিকে। স্থানীয় ও মার্কেটের লোকজনও আগুন নেভানোর কাজে যোগ দেন।

সরেজমিনে এসে দেখা যায়, ভয়াবহ আগুনে পুড়ে অনেক ব্যবসায়ী পথে বসেছেন।অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন।

ব্যবসায়ীরা বলেন, তিন দোকানে ৬০টি খাসি, তিনটি গরু পুড়ে গেছে। এ ছাড়া মুরগির দোকানের মুরগি পুড়ে ছাই।

ব্যবসায়ী মো. নুরুল হক নুরু বলেন, ২৬০টির মতো দোকান কোনটির অবশিষ্ট নেই, নগদ টাকাও পুড়েছে।

ব্যবসায়ীদের অভিযোগ, ফায়ার সার্ভিস প্রথমে পানি ছাড়া এসেছে। তারা দ্রুত আগুন নির্বাপণের কাজ শুরু করলে কিছুটা দোকান রক্ষা করা যেত।

ফায়ার সার্ভিস জোন-৬ এর পরিচালক কাজী নজমুজ্জামান বলেন, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। পানির কানেকশন দিতে ২ মিনিটের মতো সময় লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশিরভাগ দোকানের মজুদকৃত আলু, চালসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
X
Fresh