• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিঙ্গাপুরের ডাক্তারদের নুসরাতের অবস্থা জানানো হয়েছে : ডা. সামন্তলাল

অনলাইন ডেস্ক
  ১০ এপ্রিল ২০১৯, ১২:২১

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তার অবস্থা স্থিতিশীল। সার্বক্ষণিকভাবে সিঙ্গাপুরের ডাক্তারের সাথে যোগাযোগ চলছে। শ্বাসনালি পুরে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে নুসরাত। জানালেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. সামন্তলাল সেন বলেন, সিঙ্গাপুর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ সার্বক্ষণিক হচ্ছে। তাদেরকে নুসরাতে আপডেট জানানো হয়েছে।

তিনি জানান, নুসরাতের অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগে যা ছিল তাই।

উল্লেখ্য, গত ২৭ মার্চ মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ-দৌলাহ ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন- এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী মডেল থানায় মামলা করেন। মামলার পর পুলিশ তাৎক্ষণিক অধ্যক্ষকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

ওই ঘটনায় গত শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। পরে সেখান থেকে তাকে ছাদে ডেকে নিয়ে যাওয়া হয়। এর পর চারজন বোরকা পরিহিত তাকে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। রাফি অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh