• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চীনা নাগরিকের মরদেহ বুঝে নিলো দূতাবাস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ডিসেম্বর ২০১৬, ২৩:২০

যশোরে নিহত চীনা নাগরিক চ্যাং হিং সং এর মরদেহ বুঝে নিলো ঢাকাস্থ চীনা দূতাবাস। শুক্রবার রাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ বুঝে নেন দূতাবাস কর্মকর্তারা।

গেলো বুধবার খুন হন চ্যাং হিং সং। তিনি চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে যশোর অঞ্চলে ব্যবসা করতেন।

এর আগে বৃহস্পতিবার যশোর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক হোসেন সাফায়েত ও করোনারি কেয়ার ইউনিটের কার্ডিওলজিস্ট মুশফিকুর রহমান সমন্বয়ে গঠিত টিম লাশের ময়নাতদন্ত করেন।

এদিকে, খুনের ঘটনায় আটক চীনা নাগরিকের সহকারী নেত্রকোনার নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমান (২০) বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বুলবুল ইসলামের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা করেন। আটক দু’জনের বাড়ি নেত্রকোনা সদরের চকপাড়া এলাকায়।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh