• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাব পরিচয়ে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে আটক ৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চার ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর একটি দল। র‌্যাব পরিচয় দিয়ে তারা ডাকাতি, ছিনতাই ও প্রতারণা চালিয়ে আসছিল।

রোববার ভোরে প্রতারক চক্রদের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ (পশ্চিমকালী) এলাকা থেকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল, একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন, ৪টি মোবাইলসেট ও নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার মাসুদ মিয়ার ছেলে আতিকুল রহমান (২৫), শিমলাব এলাকার সাইফুল ইসলামের ছেলে সোহান ভূঁইয়া, মর্তুজাবাদ এলাকার আবু মিয়ার ছেলে নাজমুল হোসেন ও মর্তুজাবাদ এলাকার মোজাম্মেল মিয়ার ছেলে রাব্বি মিয়া।

র‌্যাব-১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) সুজয় সরকার সাংবাদিকদের জানান, তাদের কাছে সংবাদ ছিলো একটি চক্র দীর্ঘদিন ধরে র‌্যাব পরিচয় দিয়ে রূপগঞ্জের বিভিন্ন এলাকায় মানুষকে হয়রানি করে আসছিল। মাদারীপুরের সোহেল রানা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার এ চক্রের ৪ সদস্যকে আটক করা হয়।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন
মন্দিরে সিঁদুর পরিয়ে নারীকে ধর্ষণ, অতঃপর....
‘বর্ষবরণ ঘিরে যেকোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত র‌্যাব’
ঈদের জামাত ঘিরে নিরাপত্তা হুমকি নেই : র‌্যাব ডিজি
X
Fresh