DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

সাবেক বা বর্তমান মন্ত্রী বলে কথা নেই, দুর্নীতির গন্ধ পেলেই ব্যবস্থা : দুদক

অনলাইন ডেস্ক
|  ০৮ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩ | আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৯:১৮
যেখানেই দুর্নীতির গন্ধ পাওয়া যাবে সেখানেই কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন। সাবেক কিংবা বর্তমান মন্ত্রী যেই হোন না কেন। এমন কথা জানালেন, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

দুদক চেয়ারম্যান বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যদের নির্বাচন কমিশনে জমা দেয়ার হলফনামা আমাদের হাতে এসেছে। তা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। হলফনামায় যাদের কালো টাকার তথ্য পাওয়া যাবে তাদের কেউই রেহাই পাবে না। যাদের হলফনামায় অসংগতি রয়েছে তাদের বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, আগামী দুই মাস শক্তপোক্ত অবস্থান নিয়ে মাঠে নামবেন দুদক। যা দেশের মানুষের চোখে দৃশ্যমান হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে আমরা অনুসন্ধান করব, দৃশ্যমান করব। শুধু পুরোনো মন্ত্রী নয়, যাদের বিরুদ্ধেই অভিযোগ পাওয়া যাবে ব্যবস্থা নেয়া হবে।

ইকবাল মাহমুদ বলেন, আমরা আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। সরকারের যে অঙ্গীকার তা আমাদের আরও বেশি আত্মবিশ্বাসী করেছে। নতুন বছরে অভিযান অব্যাহত থাকবে। কোনও বাধাই মানবো না।

আরো পড়ুন:

জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়