• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ম্যাজিস্ট্রেটের উপর বিএনপি কর্মীদের হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার, সিলেট

  ২৫ ডিসেম্বর ২০১৮, ২৩:১৫

সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনী সহিংসতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চারজন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপি নেতাকর্মীদের হামলায় তারা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তবে বিএনপি নেতারা বলছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা ধাওয়া দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারে মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ফয়ছল আহমদ চৌধুরীর সভা চলছিল। ওই এলাকায় পুলিশ নিয়ে টহলে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন্ত ব্যানার্জী। সভার কারণে বাজারের সড়ক বন্ধ হওয়ার উপক্রম দেখে ম্যাজিস্ট্রেট সুমন্ত সড়ক থেকে বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন। তখন পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে, তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় একটি ইটের আঘাতে সুমন্ত ব্যানার্জীর মাথা ফেটে যায়, তিন পুলিশ সদস্যও সামান্য আহত হন।