• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ফুটবল খেলার নাম করে তারা প্রতারণা করতো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ নভেম্বর ২০১৮, ১৭:০৮

ফুটবল খেলার নাম করে খেলোয়াড় পরিচয় দিয়ে প্রতারণা করতো একটি বিদেশি চক্র। শুধু তাই নয় তারা ব্যবসায়ী ও বিদেশি সংস্থার লোক বলেও দাবি করে প্রতারণা করতেন। আন্তর্জাতিক চক্রের এমন ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এসব কথা জানান র‌্যাব-১ এর অধিনায়ক মো. সারওয়ার বিন কাশেম।

বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা ও খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের ১৪ সদস্যকে আটক করে র‌্যাব-১।

গ্রেপ্তারকৃতরা হলেন- উগান্ডার মুকি মাইকেল (৩৮), পেট্রিক এমবাজারিয়া (৩২), তানজানিয়ার ক্যাটেরুয়া এমলাভস, সারমেন্টো রেবেকা, নাইজেরিয়ার ইজিকুকওয়া (৩২), ওনকুওরা চুকুনোস (২২), অলুবোওয়াল (২৭), প্রমিস ওনিইনিচেকউকওয়া ইকবোয়াকাবা (২৯), নেইগোনু আমাদি (২৮) ডোনেটস (৩৪), ক্রিস্টিওয়া এনওয়ালুদু (৩৪), ক্যামেরুনের দিদি ন্যায়া (৪৬), কংগোর ইলুংগা ক্রিটিয়ান এবং লাইবেরিয়ার জিওর্যাগ ম্যাথিউ (৩৮)।