• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

লাইটার কারখানায় দগ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ নভেম্বর ২০১৬, ১৩:২৫

সভারের আশুলিয়া গ্যাস লাইটার কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ মাহমুদা আক্তার জলি নামে আরো ১ শ্রমিক মারা গেছেন। জানালেন ঢামেকের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন মারা গেলেন।

পার্থ বলেন, মাহমুদা আক্তার জলির শ্বাসনালীসহ ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

নিহতের স্বামী আজিজুল ইসলাম বলেন, তাদের বাড়ি সিরাজগঞ্জ সদরে। স্বামী স্ত্রী দু’জন জিরাবোর গ্যাস লাইটার কারখানার পাশেই থাকতেন।

গেলো ২২ নভেম্বর আশুলিয়ার কালার ম্যাক্স (বিডি) লিমিটেডে বিকেল ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় দগ্ধ ২০ শ্রমিক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh