• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

লাইটার কারখানায় আগুন

দগ্ধ আরেক জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর ২০১৬, ১১:১৩

সাভারের আশুলিয়ায় কালার ম্যাক্স লিমিটেড গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ রোকেয়া বেগম রকি (২০) নামে আরেক জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি বগুড়ার গাবতলীতে। বাবার নাম তোরাব খান।

হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বললেন, আগুনে রোকেয়া বেগমের শরীর ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালী পুড়ে গিয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা চলছিলো তার।

মঙ্গলবার বিকেলে সাভারের আশুলিয়ায় জিরাবো ফুলবাগান এলাকায় ওই লাইটার কারখানায় আগুন লাগে। এ ঘটনায় দগ্ধ হন অন্তত ২৫ জন শ্রমিক।

এদের মধ্যে ২১ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিন রাতে আঁখি নামের এক শিশুশ্রমিক সেখানে মারা যায়। এ পর্যন্ত আগুন লাগার ঘটনায় ২ জনের মৃত্যু হলো।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এসএস/ এম

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh