• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রংপুরে ৩ জঙ্গির আত্মসমর্পণ

আমি যে পথে ছিলাম তা ভুল পথ

অনলাইন ডেস্ক
  ২৩ নভেম্বর ২০১৬, ১২:৪৫

স্বাভাবিক জীবনে ফিরতে আমি আত্মসমর্পণ করেছি। আমি যে পথে ছিলাম তা ভুল পথ। আমি সবাইকে আহ্বান জানাবো আর যেনো কেউ ভুল করে এ পথে না আসে। এ পথে শান্তি নেই। বললেন জঙ্গিজীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাসুদ রানা।

বুধবার দুপুরে রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাবের হতে আত্মসমর্পণ করেন ৩ জঙ্গি।

স্বাভাবিক জীবনে ফিরে আসা অন্য ২ জন হলেন- হাফিজুর রহমান ও আকতারুজ্জামান।

গেলো ১ জুলাই গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার পর সারা দেশে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালিনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এসব অভিযানে অনেক জঙ্গি নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপর্যুপরি অভিযানের মুখে কেঁপে উঠেছে জঙ্গিদের ভীত।

এতদিন যেসব জঙ্গি কঠোর অবস্থানে থেকে হামলার পরিকল্পনা করেছে এখন তাদেরই অনেকে আত্মসমর্পণ করতে যোগাযোগ করছে পুলিশে।

এর আগে বগুড়া ও রাজধানীতে ১২ জঙ্গি র‌্যাবের কাছে আত্মসমর্পণ করে। গেলো ৫ ও ১৮ আক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতীতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পন করে।

এইচটি/ জেএইচ

স্বাভাবিক জীবনে ফিরছে ৩ জঙ্গি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh