• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিটফোর্ডে ভেজাল ওষুধ বিক্রি, ১৯ দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৮, ২০:৩৮

মিটফোর্ড মেডিসিন মার্কেটে ভেজাল ওষুধ বিক্রির দায়ে ১৯ দোকানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম অভিযানের নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া অভিযানে দোকানগুলো থেকে তিন কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম আরটিভি অনলাইনকে জানান, অভিযোগের ভিত্তিতে মিটফোর্ড এলাকায় ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভেজাল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করতে দেখা যায়। ভেজাল ওষুধ বিক্রির দায়ে ১৯ দোকানকে জরিমানা করা হয়। এছাড়া দোকানগুলো থেকে তিন কোটি টাকা মূল্যের ভেজাল ও বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়েছে।

এমসি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
রাজধানীতে অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেপ্তার
জিম্মি জাহাজে সামরিক অভিযান চায় না মালিকপক্ষ
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৪ 
X
Fresh