• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক হ্যাক করে প্রতারণা, আটক ১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ নভেম্বর ২০১৬, ১৫:০৮

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে ম্যাসেঞ্জারের মাধ্যমে এসএমএস পাঠিয়ে টাকা চাইতো প্রতারক সন্দীপ।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের সহায়তায় তাকে আটক করে শুক্রবার সকালে গুলশান থানায় সোপর্দ করা হয়েছে।

প্রতারক সন্দীপ সুনামগঞ্জের ধর্মপাশা সদরের সঞ্জীব সাহার ছেলে।

রাজধানীর বিশিষ্ট এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে তার ফ্রেন্ড লিস্টে থাকা বিভিন্নজনের কাছে মূল অ্যাকাউন্ট থেকে আলাদা অ্যামাউন্টের টাকা চেয়ে এসএমএস পাঠানো হয়।

এসএমএস পাওয়া ব্যক্তিদের সন্দেহ হলে হ্যাক হওয়া অ্যাকাউন্টের মালিকের কাছে মোবাইল ফোনে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে সামনে আসে প্রতারণার বিষয়।

যে মোবাইল নাম্বারে টাকা বিকাশ করতে বলা হয় সে নাম্বারের বিরুদ্ধে গুলশান থানায় সাধারণ ডায়েরি করার পর, প্রযুক্তির সহায়তায় তাকে সনাক্ত করতে সক্ষম হয় ঢাকা মেট্রোপলিটান পুলিশের ইন্টিলিজেন্স অ্যানালাইসিস ডিভিশন।

অনেক দিন ধরেই সন্দীপ এ ধরনের প্রতারণা করছিলো। এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে গুলশান থানায় মামলা হয়েছে।


এম/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh