• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হোশি কুনিও হত্যা

আসামিদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ১০ নভেম্বর ২০১৬, ২১:৪২

জাপান নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় আসামিদের পক্ষে রাষ্ট্রীয় ব্যায়ে আইনজীবী নিয়োগের আদেশ দিলেন রংপুরের স্পেশাল জেলা ও দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। একই সঙ্গে মামলার চার্জ গঠনে তারিখ ১৫ নভেম্বর ঠিক করেন।

এর আগে কঠোর পুলিশি নিরাপত্তা দিয়ে আটক ৫ জঙ্গিকে আদালতে হাজির করা হয়।

মামলাটি দ্রুত বিচারের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৯ সেপ্টেম্বর বিশেষ জজ আদালতে স্থানান্তরের আদেশ দেন জেলা ও দায়রা জজ।

গেলো বছরের ৩ নভেম্বর কাউনিয়ার কাচু আলুটারী গ্রামে কৃষি খামার পরিদর্শনে যাবার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন হোশি কুনিও। এ ঘটনায় কাউনিয়া থানার ওসি বাদী হয়ে থানায় মামলার পর জেএমবির ৪ শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্তকারী কর্মকর্তা জেএমবির ৮ সদস্যকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয় এ বছরের ৩ জুলাই। ৭ জুলাই আদালত চার্জশিট নেবার পর মামলার বিচারিক কাজ শুরু হয়। এ মামলায় জেএমবির ৩ আসামি পলাতক রয়েছে।

এসএস/কে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh