• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সেনা কর্মকর্তা ওয়াজী হত‌্যার ‘মূল সন্দেহভাজন’ আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ নভেম্বর ২০১৬, ১১:৩৯

ঢাকার মহাখালীতে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ওয়াজী আহমেদ চৌধুরীকে হত‌্যার ঘটনায় ‘মূল সন্দেহভাজন’ আহাদ আলীকে (৩৫) আটকের দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, বুধবার রাতে পল্লবী থানা এলাকার রাস্তা থেকে আহাদ আলীকে আটক করে র‍্যাব-৪। বৃহস্পতিবার বেলা ১১টায় কারওয়ান বাজারের বিএসইসি ভবনে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

ওয়াজি আহমেদ চৌধুরীর বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। ঢাকার মহাখালী ডিওএইচএসে থাকতেন তিনি। বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের পদ থেকে তিনি ১৯৯২ সালে অবসরে যান।

গেলো ৫ অক্টোবর সন্ধ্যায় তাকে বাসায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সিএমএইচে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলায় কালো দাগ এবং বুকের বাঁ পাশ আর ডান পায়ের গোড়ালিতে আঘাতের চিহ্ন ছিল।

পরে ওয়াজি আহমেদের ভাতিজা রেশাদ আহমেদ চৌধুরী পরদিন কাফরুল থানায় হত্যা মামলা করেন। যেখানে ওই বাসার গৃহকর্মী আবদুল্লাহকে আসামি করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh