• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কাফরুল থেকে বিপুল পরিমাণ কঙ্কাল উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৬, ২০:৩৩

রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে বিপুল পরিমাণ মানুষের কঙ্কাল ও শরীরের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে কাফরুল থানার ইটখোলার ১৮৩/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে কয়েকটি কার্টনভর্তি এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

কাফরুল থানার ওসি শিকদার মো. শামীম হোসেন জানান, এ ঘটনায় পুলিশ ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া নুরুজ্জামানকে আটক করেছে। বাড়িওয়ালার তথ্যের ভিত্তিতেই পুলিশ এ অভিযান চালায়।

ওসি বলেন, বাড়িওয়ালা পুলিশকে জানিয়েছেন চিকিৎসক পরিচয় দিয়ে গেলো মাসে নুরুজ্জামান বাড়ি ভাড়া নেন। শনিবার দুপুরে ফ্ল্যাটে গন্ধ পেয়ে অন্য ভাড়াটিয়ারা দ্বিতীয় তলার দরজায় নক করেন। নুরুজ্জামান দরজা খুললে কার্টনভর্তি কঙ্কাল দেখতে পান তারা। পরে বিষয়টি বাড়িওয়ালা জানতে পেরে পুলিশকে জানায়। নুরুজ্জামানের সঙ্গে আরো দু’জন কর্মচারিও ছিলেন। তাদের আটক করা যায়নি।

তবে কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, ওই ব্যক্তির নাম কামরুজ্জামান। তার বয়স ২৫/২৬ হবে। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের শেষ বর্ষের শিক্ষার্থী সে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh