• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

‘সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের শাস্তি পেতেই হবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৬, ১৯:১১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, তাকে শাস্তি পেতেই হবে। বললেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিকেলে রাজধানীর বনানী হাইস্কুল মাঠে গারোদের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব ‘ওয়ানগালা’তে তিনি এসব কথা বলেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়ায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ওবায়দুল কাদের জানান, সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হতে দেবে না সরকার। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার বিষয়কে কেন্দ্র করে গেলো রোববার নাসিরনগরে ১৫টি মন্দির ও ৬০-৭০টি হিন্দু বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh