• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এবার ঠাকুরগাঁওয়ে হিন্দু মন্দিরে হামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ নভেম্বর ২০১৬, ১৬:৩৮

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভের মধ্যেই এবার ঠাকুরগাঁওয়ে হিন্দু মন্দিরে হামলা হলো।

শুক্রবার ভোরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের পোকাতি গ্রামে দু’টি মন্দিরে হামলা চালিয়ে কালীর প্রতিমা ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

হামলার বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ জানিয়েছ, সদর উপজেলার নারগুন পোকাতি দুর্গা মন্দিরে বৃহস্পতিবার রাতে হিন্দু সস্প্রদায়ের কীর্তন হয়। শুক্রবার ভোরে স্থানীয়রা দেখতে পান, একদল মানুষ মন্দিরের ভেতর থেকে প্রতিমা টেনে বাইরে নিয়ে আছড়ে ফেলছে। এ সময় মন্দিরের ভেতর একটি ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পাশের আরেকটি কালী মন্দিরেও হামলা করে তারা। সেখানেও একই কায়দায় কালীর মুর্তি ভাঙচুর করে তারা।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার ফারহাত আহম্মেদ ঘটনাস্থল যান। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পুলিশ সুপার বলেন, প্রতিমা ভাঙচুর ও হামলার ঘটনায় আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরো বলেন, আপনারা হামলাকারী কারো নাম পরিচয় জানলে পুলিশকে তথ্য দিন। তথ্যদাতার নাম-পরিচয় গোপন থাকবে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এটা বিছিন্ন ঘটনা, কোনো সাম্প্রদায়িক বিষয় নয়।

গেলো রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফেসবুকে ধর্ম অবমাননার ছবি পোস্ট করার অভিযোগ তুলে স্থানীয় হিন্দু মন্দির ও শতাধিক বাড়িতে বেপরোয়া হামলা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার পর সরকারের পক্ষ থেকে বলা হয়, হিন্দুদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে।

এইচটি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh