• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মন্দির ভাঙচুর : হবিগঞ্জে অজ্ঞাত ২শ’ জনের বিরুদ্ধে মামলা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৬, ১৪:০৮

হবিগঞ্জের মাধবপুর বাজারে মন্দিরে হামলার ঘটনায় সোমবার অজ্ঞাত ২শ’ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রোববার বিকেলে ২ মন্দিরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মন্দিরসহ শতাধিক বাড়িঘরে ভাঙচুর চালানো হয়।

সোমবার দুপুরে মাধবপুর থানার এসআই গিয়াস উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

মাধবপুরে হিন্দু সম্প্রদায়ের ক’টি বাড়িতেও হামলা হয়।

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের এক হিন্দু যুবকের কটূক্তির অভিযোগে রোববার বিকেলে মাধবপুরে প্রতিবাদ সমাবেশ করছিল 'আহলে সুন্নাতওয়াল জামাত' সংগঠন।

প্রতিবাদ সমাবেশে অংশ নেয়া কিছু লোক মিছিল নিয়ে মাধবপুর বাজারে ঢোকে। এরা ঝুলন মন্দির ও কালি মন্দিরে হামলা করে। এ সময় ঝুলন মন্দিরের মূর্তি ভাংচুর ও কালি মন্দিরের গেট ও আসবাবপত্র ভাংচুর করা হয়। আশপাশের ক’টি হিন্দু বাড়িতেও ইট পাটকেল ছোঁড়া হয়।

র‌্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে ফেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম জানান, পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এপি/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh