• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিএমডব্লিউ গাড়ি জব্দ : শুল্ক ফাঁকির অভিযোগ

অনলাইন ডেস্ক
  ১৯ জুলাই ২০১৬, ১৩:৪০

রাজধানীর মিরপুর থেকে একটি বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। তিন কোটি টাকা শুল্ক ফাঁকি ও ভুল তথ্য দিয়ে নিবন্ধনের অভিযোগ রয়েছে গাড়ির মালিকের বিরুদ্ধে।

সোমবার রাতে মিরপুরের দারুস সালামের ১৬/এ নম্বর বাসার নিচতলার গ্যারেজ থেকে গাড়িটি জব্দ করা হয়।

অধিদপ্তরের উপপরিচালক শরিফ আল হাসান জানান, গাড়িটি জব্দ করা হলেও এর মালিককে আটক করা যায়নি।

তিনি জানান, গাড়ির কাগজপত্র থেকে দেখা গেছে, গাড়িটি ২০০৬ মডেলের হলেও ১৯৯২ মডেল দেখিয়ে আনা হয়েছে। এক কোটি টাকার দামের গাড়িটিতে শুল্ক ফাঁসি দেওয়া হয়েছে তিন কোটি টাকা। তা ছাড়া নিবন্ধনের সময় গাড়িটির সিসি আড়াই হাজার দেখানো হলেও গাড়িটি মূলত তিন হাজার সিসির। গাড়িটির মূল চেসিস নম্বর তুলে ভুয়া চেসিস নম্বরে নিবন্ধন করা হয়েছে।

জানা গেছে, গাড়িটির মালিক রোপেন নামে এক ব্যক্তি। যে বাসার গ্যারেজে গাড়িটি রাখা ছিল, সেটি রোপেনের এক বন্ধুর বাসা। তাকে আটকের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh