• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জঙ্গি সংগঠন থেকে ফিরে তথ্য দিলে ১০ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
  ১৮ জুলাই ২০১৬, ১৮:৩২

কেউ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সঙগঠন থেকে স্বাভাবিক জীবনে ফিরে এসে জঙ্গিদের বিরুদ্ধে তথ্য দিলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

বগুড়ার সারিয়াকান্দি ও ধুনট উপজেলায় জঙ্গি বিরোধী অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।

সোমবার বিকেল চারটায় কাজলার টেংরাকুড়ায় শাহজালাল বাজার আশ্রয়ণ প্রকল্পের মাঠে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে র‍্যাবের মহাপরিচালক আরো বলেন, জঙ্গি আস্তানা বা জঙ্গিদের বিষয়ে যে কেউ তথ্য দিলে তাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। সন্ধানদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।

বেনজির আহমেদ বলেন, শোলাকিয়া হামলায় জড়িত শফিউলকে সারিয়াকান্দির টেংরাকুড়া এলাকায় প্রশিক্ষণ দেয়া হয়।

জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ১১টা থেকে আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত ১৬ ঘণ্টার ওই অভিযানে নয়টি জিহাদি বই এবং কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

জঙ্গি বিরোধী ওই অভিযানে অংশ নেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের ৪৫০ জন সদস্য।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh