• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হোলি উৎসবে কলেজছাত্র হত্যা : গ্রেপ্তার ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ মার্চ ২০১৮, ১২:৪০

পুরান ঢাকায় হোলি উৎসবে কলেজছাত্র মো. রওনক হোসেন রনি হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।

আজ (মঙ্গলবার)পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার বদরুল হাসান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

নিহত রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

গেলো বৃহস্পতিবার (১ মার্চ) দুপুরের দিকে পুরান ঢাকায় এই ঘটনা ঘটে। ওই দিন বেলা একটার দিকে রনি তার বন্ধুদের সঙ্গে দোল পূর্ণিমা উপলক্ষে আবির উৎসবে যোগ দিয়েছিলেন। এসময় ১০ থেকে ১৫ জন যুবককে রনিকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে তার বন্ধুরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন জায়গায় মারধরের আঘাত ছিল। ডান পায়ের ঊরুতে ছুরিকাঘাতের জখম ছিল একটি। জখম থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়।

রনি হাজারীবাগের নিলম্বর সাহার রোডের ৪/১ নম্বর বাড়ির শহিদ হোসেনের ছেলে। নিউ পল্টন লাইফ স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন:

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কলেজছাত্রকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ 
চাঁদপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ওয়ালটনে চাকরির সুযোগ, ৪০ বছরেও আবেদন
সরকার রক্তের হোলি খেলায় মেতেছে : ফখরুল
X
Fresh