• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

শাহজালালে ছয় কেজি স্বর্ণসহ ভারতীয় গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ জানুয়ারি ২০১৮, ১০:৫৭

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় কেজি সোনাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় স্বর্ণসহ তাকে আটক করে বলে জানান ঢাকা বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার অথেলো চৌধুরী।

অথেলো চৌধুরী জানান, সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌমিক দত্ত নামের ওই ভারতীয় যাত্রী রোববার গভীর ঢাকায় নামেন। এরপর গ্রিন চ্যানেল অতিক্রম করে চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে এনে কমপ্রেসারের ভেতরে লুকানো ৬ কেজি স্বর্ণের দানা জব্দ করা হয়।

তিনি আরও জানান, সৌমিক কেন বাংলাদেশে এসেছেন তা তারা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম 
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তার
নোয়াখালীতে আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার
কেএনএফের আরও ৩ নারী সহযোগী গ্রেপ্তার
X
Fresh