• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এবার জাপা নেতার ভাইয়ের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪৪

এবার দুর্নীতি দমন কমিশন- দুদকের মামলায় জড়িয়েছেন জাতীয় পার্টির নেতা মোরশেদ মুরাদ ইব্রাহিমের ছোট ভাই ব্যবসায়ী ফয়সাল মুরাদ ইব্রাহিম। বেসিক ব্যাংক থেকে ঋণ নিয়ে ১৩৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক রাজধানীর মতিঝিল থানায় মামলাটি করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও আসামি করা হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: গরুর মাংসের দাম ধীরে ধীরে কমবে
--------------------------------------------------------

এর আগে গত ১০ জানুয়ারি বেসিক ব্যাংক থেকে নেওয়া ২৭৫ কোটি টাকা ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে ফয়সাল মুরাদের বড় ভাই মোরশেদ মুরাদ ইব্রাহিম ও তার স্ত্রী সংসদ সদস্য মাহজাবীন মোরশেদের বিরুদ্ধে মামলা করে দুদক।

ফয়সাল মুরাদ ইব্রাহিম ‘বে নেভিগেশন লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালক।

মামলার এহাজারে বলা হয়, আসামি ফয়সাল মুরাদ ইব্রাহিমের আবেদনের প্রেক্ষিতে ২০১১ সালে কার্গো জাহাজ আমদানি করার জন্য ৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার এলসি ঋণ সুবিধা অনুমোদন করা হয়। ব্যাংকের ওই শাখা ও প্রধান কার্যালয়ের ক্রেডিট কমিটির সুপারিশ ছাড়াই মূখ্য প্রতিনিধি হিসেবে ব্যবস্থাপনা পরিচালক একক ক্ষমতাবলে ঋণ প্রস্তাবনা বোর্ডে উপস্থাপন করেন এবং অনুমোদন করিয়ে নেন।

অভিযোগে বলা হয়, ঋণের বিপরীতে জামানত দেয়া জাহাজটি বর্তমানে অচল। এর বিক্রয় মূল্য যা নির্ধারিত হয়েছে তা থেকে ভ্যাট, ট্যাক্স, বন্দরের পাওনা, জাহাজের কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করে আর অবশিষ্ট কোনো টাকা না থাকায় ব্যাংক ঋণ পরিশোধ হচ্ছে না।

আরও পড়ুন

এসআর

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বড় মেয়েকে নিয়ে গোপনে বাংলাদেশ ছাড়লেন সেই জাপানি মা
ইসরায়েলে হামলা নিয়ে যা বলল ইরান
দেশকে অস্বীকারকারীরাই রমনা বটমূলে হামলা চালিয়েছিল : মোরশেদ আলম
উন্নয়ন করেছি বলেই সেনবাগবাসী আমাকে নির্বাচিত করেছে : মোরশেদ আলম
X
Fresh