• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অন্তর্বাস থেকে ৪ কেজি সোনা উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জানুয়ারি ২০১৮, ১২:২০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর অন্তর্বাস থেকে ৪ কেজি ২৮৬ গ্রাম ওজনের সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। উদ্ধারকৃত ৪৩টি সোনার বারের বাজারমূল্য ২ কোটি ১৪ লাখ ৩০ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, মো. আনোয়ার হোসেন সোমবার রাতে সিঙ্গাপুর থেকে SQ446 ফ্লাইটে বিমানবন্দরে নামেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি সোনা থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করলে তার অন্তর্বাসের ভেতরে কালো কাপড়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৩টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৪ কেজি ২৮৬ গ্রাম।

আটক আনোয়ার হোসেন এ বছর জানুয়ারিতে দুই বার ঢাকা-সিঙ্গাপুর যাতায়াত করেছেন। ২০১৭ সালে তিনি ৫ বার বিদেশ গিয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি একজন লাগেজ ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন বলে জানান মইনুল।

এ স্বর্ণ রেজাউল নামের এক ব্যক্তির বলে আটক যাত্রী দাবি করেন। তিনি সিঙ্গাপুরে যাতায়াতের টিকেট ও ৫০ হাজার টাকার বিনিময়ে এ সোনা বহন করছিলেন। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার
জিম্মি জাহাজ উদ্ধার প্রসঙ্গে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh