• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অন্তর্বাস থেকে তিন কেজি সোনা উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ জানুয়ারি ২০১৮, ১৪:৩৮

হযরত শাহজালাল বিমানবন্দরে নারীর অন্তর্বাস থেকে প্রায় তিন কেজি সোনা উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার তাকে আটক করা হয়। আটক নারীর নাম জান্নাতুল ফেরদৌস(২৩)। তার বাড়ি নরসিংদী। তিনি ইউএস বাংলার ফ্লাইট বিএস-৩২২ যোগে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান আরটিভি অনলাইনকে জানান, আকাশপথে এই সোনা হস্তান্তর হয়েছে। ইউএস বাংলার ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তাকে নজরদারিতে রাখে এবং ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়। এসময় তার অন্তর্বাস থেকে ২ কেজি ৭৮৫ গ্রাম ওজনের সোনা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
X
Fresh