• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গুলশান ট্র্যাজেডি : মদদদাতাদের খুঁজে বের করা হচ্ছে

অনলাইন ডেস্ক
  ১৬ জুলাই ২০১৬, ১৩:৫২

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, রাজধানীর গুলশানে জঙ্গি হামলায় মদদ দাতাদের খুঁজে বের করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, সন্ত্রাসীরা সবাই দেশি। তারা দেশেই প্রশিক্ষণ নিয়েছে। তবে তাদের সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত থাকতে পারে।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনা নিয়ে গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জাফরউল্লার বক্তব্য জঙ্গিবাদে মদদের শামিল।

তিনি আরো বলেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে যারা জঙ্গিবাদী কর্মকাণ্ডকে উৎসাহিত করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি সালাউদ্দিনের বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ তুলে তার মরণোত্তর বিচার দাবি করেছিলেন জাফরুল্লাহ।

আছাদুজ্জামান মিয়া জানান, হলি আর্টিজান বেকারি থেকে উদ্ধারের পর নিখোঁজ হাসনাত ও তাহমিদ ‘জিজ্ঞাসাবাদের পর্যায়ে’ রয়েছেন।

নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত এবং প্রবাসী যুবক তাহমিদকে উদ্ধারের পর পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছে দাবি করলেও কাউকে পায়নি বলে তাদের পরিবার ইতোমধ্যে জানিয়েছে।

ওই দুজন কোথায় আছে- প্রশ্ন করা হলে তা এড়িয়ে গিয়ে তিনি বলেন, “সেটা তদন্তকারী দল বলতে পারবে। তাদের জিজ্ঞাসা করেন।”

তারপর হাসনাতের বাবা এম আর করিম এবং তাহমিদের বাবা শাহরিয়ার খান উভয়েই বলেন, তাদের সন্তানরা বাড়িতে ফেরেনি।

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh