• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কালভার্ট নির্মাণের ২৭ লাখ টাকা আত্মসাৎ, ৩ প্রকৌশলী গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৭, ১৯:১২

কালভার্ট নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) তিন প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

আজ রোববার বন্দরনগরীর কোতোয়ালি থানার মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তিনজন হলেন- সিডিএর দুই সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার ও হামিদুল হক এবং উপ-সহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম।

দুদক সূত্রে জানা যায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন প্রকল্পের ২৭ লাখ ২৩ হাজার ২৪৭ টাকা আত্মসাতের অভিযোগে গেলো ২০০৮ সালে এই তিন প্রকৌশলীর বিরুদ্ধে ৬টি মামলা হয়। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্য গোলাম সরোয়ারের বিরুদ্ধে ১২ লাখ ৫১ হাজার টাকা, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ লাখ ১৯ হাজার টাকা এবং হামিদুল হকের বিরুদ্ধে সাড়ে ৫২ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা মিললে নির্মাণকাজ বন্ধ : মেয়র তাপস
সেনবাগে খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : বাসচালকের দোষ স্বীকার
ঢাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh