• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

উখিয়াতে অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক

কক্সবাজার

  ৩০ অক্টোবর ২০১৭, ২২:৩৮

কক্সবাজারের উখিয়াতে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বাগান হতে তাদের আটক করা হয় র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, রোববার দিবাগত রাতে মেজর রুহুল আমিনের নেতৃত্বে কক্সবাজার ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসংলগ্ন বাগানে অভিযান চালায়।

এ সময় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করার সময় ৫ রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, আবু বকর সিদ্দিক (৩০), মোহাম্মদ আনোয়ার (২০), মোহাম্মদ ফারুক (২২), ইমরান হোসেন (২২) ও খায়ের মোহাম্মদ (২৫)।

তারা সবাই মিয়ানমারের মুংডু এলাকার বাসিন্দা।

রাখাইনে সেনা অভিযানের পর বাংলাদেশ পালিয়ে এসে কুতুপালং এবং পার্শ্ববর্তী বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন।

তাদের কাছ থেকে ৫টি রামদা আটক করা হয়।

মেজর মো: রুহুল আমিন আরটিভি অনলাইনকে জানান, বিভিন্ন সময়ে তারা ডাকাতি করে আসছিল।

এছাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের লোকজনকে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ারও অভিযোগ আছে।

এসজে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
বেড়াতে গিয়ে ট্রাকের ধাক্কায় সেনাসদস্য নিহত
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত তুলে আনা সেই এএসআই
X
Fresh