• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডেমরায় দগ্ধ একজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ অক্টোবর ২০১৭, ১২:৪২

রাজধানীর ডেমরার কোনাপাড়ায় গ্যাসের চুলার লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধদের একজন মারা গেছেন। তার নাম রত্না বেগম।

ঘটনার তিন পর শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গেলো সোমবার রাত ৩টার দিকে দগ্ধ হয়েছিলেন রত্নসহ সাতজন। দুর্ঘটনার পর থেকে বার্ন ইউনিটে ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।

বার্ন ইউনিটের ডাক্তার জানান, তাদের মধ্যে দু’জনের অবস্থা বেশি খারাপ ছিল। সকালে রত্না নামে একজনের মৃত্যু হয়।

দগ্ধ হলেন মো. আলমগীর তার স্ত্রী ফেরদৌসী, শিপন, তাহসিন, তোফায়েল তার স্ত্রী রত্না এবং সাবলেট ভাড়াটিয়া আরিফ। তাদের মধ্যে রত্না আজ মারা যান।

প্রফেসর ডা. আবুল কালাম জানান, দগ্ধদের কারোরই অবস্থা ভালো নয়। চারজন বেশি দগ্ধ হয়েছেন। সবারই শ্বাসনালী কম বেশি পুড়েছে।

ডেমরার কোনাপাড়ার ওই বাড়ির ৪টি রুমে থাকতেন তারা। তিনটি রুমে থাকতেন আলমগীর হোসেনের সাত সদস্যের পরিবার। অপরটিতে সাবলেট থাকতেন আরিফ।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দগ্ধ শিশু লামিয়াও বেঁচে রইল না
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
দগ্ধ আরও একজনের মৃত্যু
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
X
Fresh