• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হলেন স্ত্রী-শাশুড়ি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ অক্টোবর ২০১৭, ০৮:৪৯

রাজধানীর গেণ্ডারিয়ায় স্বামীর নিক্ষেপ করা এসিডে ঝলসে গেছেন স্ত্রী ও শাশুড়ি। দগ্ধরা হলেন রোজিনা বেগম ও তার মা পারভীন বেগম। এখন তারা ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার রাতে গেণ্ডারিয়ার কোম্পানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই এলাকার চার তলা ভবনের একটি কক্ষে মাদকাসক্ত স্বামী বেলালের ছুড়ে মারা এসিডে দগ্ধ হন তারা।

রোজিনার পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১০ টার দিকে মা খাটে শুয়েছিলেন এবং রোজিনা পাশে বসা ছিলেন। এসময় রোজিনার স্বামী বেলাল উদ্দিন জিকু জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে। এতে তাদের মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত মা-মেয়েকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নিয়ে আসেন। ঘটনার পর বেলাল পলাতক রয়েছেন।

জানা গেছে, ১২ বছর ধরে রোজিনা এবং বেলাল সংসার করে আসছিলেন। টাকা-পয়সা নিয়ে প্রায় সময়ই বেলাল রোজিনার ওপর নির্যাতন করতো।

গেণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুব আলম বলেন, কোম্পানীগঞ্জ এলাকায় এসিড নিক্ষেপে মা-মেয়ে দগ্ধ হয়েছেন বলে শুনেছি। পুলিশ ঘটনার খোঁজখবর নিচ্ছে।

ঢামেক বার্ন ইউনিটের জরুরি বিভাগ জানায়, পারভীনের ৬ শতাংশ ও তার মেয়ে রোজিনার ১৫ শতাংশ ঝলসে গেছে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই পরিবারের ৩ জনের মুখে এসিড নিক্ষেপ
X
Fresh