• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ব্যক্তিকে ছুরিকাঘাত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ আগস্ট ২০১৭, ১০:৫৪

২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত ব্যক্তিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোর ৪টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম আজিম উদ্দিন (৫৩)।

পরে ঘটনাস্থল থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান।

আজিম উদ্দিন স্ত্রী জান্নাতুল নাহারের বরাত দিয়ে ডিউটি অফিসার আরো জানান, চাঁদপুর হাইমচরে এক অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিতে ভোরে বাসা থেকে বের হন তিনি।

যাত্রাবাড়ীর মূল রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গেই দুর্বৃত্তরা তাকে ছুরি দিয়ে হাত, পা, মুখ ও বুকে আঘাত করে পালিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দাখিল করেনি।

আজিম উদ্দিন যাত্রাবাড়ীর শনির আখড়ার পূর্ব শেখদিতে সপরিবারে বসবাস করেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। এছাড়া এ হামলায় আরো ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh