• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৭, ২২:২৫

শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাজিরা উপজেলার রাজনগর ইউনিয়নে আওয়ামী লীগে দু'পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত এবং গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাজনগর ইউপির মালতকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানিয়েছেন, মাইকেল ফকির (৩০) নামের ওই যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে। তিনি রাজনগর ইউপির মালতকান্দি গ্রামের আমিন ফকিরের ছেলে এবং আওয়ামী লীগের সদস্য দাদন মালতের অনুসারী।

এছাড়া আহতদের মধ্যে গুলিবিদ্ধ বিল্লাল কাজী, ফারুক মীর বহর, বাকিবিল্লাহ্ মোল্যার নাম জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দাদন মালত ও আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান গাজী মো. জাকির গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

মো. আসলাম উদ্দিন জানিয়েছেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সি/

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শরীয়তপুরে ৪০০ কেজি জাটকাসহ আটক ৪
আওয়ামী লীগের আলোচনাসভা আজ
জাতির পিতার  জন্মদিনে  আওয়ামী লীগের কর্মসূচি 
সাদি মহম্মদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা
X
Fresh