• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শাহজালাল বিমানবন্দরে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ আগস্ট ২০১৭, ১৪:১৮

ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মূল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুনের ফলে প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়ে।

শুক্রবার দুপুর দেড়টার পর এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আজাদ আরটিভি অনলাইনকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনের সূত্রপাত জানা যায়নি। ভেতর থেকে সবাইকে বের করে দেয়া হচ্ছে।

অন্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা এ কাজে তাদের তৎপরতা চালচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো একটি বিমান সংস্থার অফিস থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোন অফিস থেকে তা এখনো বলা যাচ্ছে না।

প্রাথমিকভাবে জানা গেছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লাগতে পারে।

প্রথম দিকে কর্তব্যরত কর্মকর্তারা অগ্নিনির্বাপণ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। পরে ছুটে আসে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট। পরবর্তীতে তার সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh